kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

করোনায় আরো ২০ মৃত্যু শনাক্ত ১৩৩৫

নিজস্ব প্রতিবেদক   

২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ৮৫ শতাংশই ঢাকা বিভাগের। একই সময় শনাক্ত হয়েছে এক হাজার ৩৩৫ জন ও সুস্থ হয়েছে এক হাজার ৫২৩ জন। এ পর্যন্ত মোট শনাক্ত চার লাখ এক হাজার ৫৮৬ জন। এর মধ্যে মারা গেছে পাঁচ হাজার ৮৩৮ জন ও সুস্থ হয়েছে তিন লাখ ১৮ হাজার ১২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টার হিসাবে শনাক্ত হার ১০.৫৮ শতাংশ ও মোট শনাক্ত হার ১৭.৫৮ শতাংশ। সুস্থতার হার ৭৯.২২ শতাংশ ও মৃত্যুহার ১.৪৫ শতাংশ। এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃত ২০ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ছয়জন নারী। যাদের মধ্যে ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের দুজন, ৫১ থেকে ৬০ বছরের তিনজন এবং ষাটোর্ধ্ব ১২ জন। এর মধ্যে ঢাকার ১৭ জন, চট্টগ্রামের দুজন ও খুলনার একজন। অর্থাৎ ২৪ ঘণ্টায় মৃতদের ৮৫ শতাংশই ঢাকা বিভাগের।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ পর্যন্ত দেশে মোট মৃত্যুর ৫১.৭৬ শতাংশই ঢাকা বিভাগের। আর সবচেয়ে কম ২.০৭ শতাংশ মারা গেছে ময়মনসিংহ বিভাগে।

মন্তব্যসাতদিনের সেরা