অস্ট্রেলিয়া ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশের জন্য কভিড-১৯ সম্পর্কিত উন্নয়ন প্রতিক্রিয়া পরিকল্পনা প্রকাশ করেছে। এটি বাংলাদেশে অস্ট্রেলিয়ার সরকারি কাজের নির্দেশনা হিসেবে কাজ করবে।
অস্ট্রেলীয় হাইকমিশন জানায়, বাংলাদেশে দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, দক্ষতার উন্নয়ন, বেসরকারি খাতে সমর্থন এবং বিনিয়োগ করার ওপর জোর দেবে অস্ট্রেলিয়া। রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অগ্রাধিকারে থাকবে।
অস্ট্রেলীয় হাইকমিশন আরো জানায়, বাংলাদেশের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী দীর্ঘমেয়াদি উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সহযোগিতা করতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ।
অর্থ মন্ত্রলায়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, ‘আমরা বিশ্বাস করি, অস্ট্রেলিয়ার কভিড-১৯ প্রতিক্রিয়া পরিকল্পনা বাংলাদেশ সরকারের অগ্রাধিকারগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।’
মন্তব্য