kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

অধস্তন দেওয়ানি আদালত

ডিসেম্বরের অবকাশকালীন ছুটি কমল

নিজস্ব প্রতিবেদক   

২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসারা দেশে অধস্তন আদালতে প্রতিবছর ডিসেম্বর মাসজুড়ে অবকাশকালীন ছুটির প্রচলন থাকলেও এবার আর অধস্তন দেওয়ানি আদালতে পুরো ডিসেম্বর ছুটি থাকছে না। ২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে। তবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বহাল রাখা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে ছুটি কমিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গতকাল রবিবার এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত ৮ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতির অংশগ্রহণে অনুষ্ঠিত ফুল কোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি কমানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা