kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

কক্সবাজার সৈকতে ভেসে গেছে কিশোর

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার   

২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



কক্সবাজার সৈকতে গতকাল দুপুরে গোসল করতে গিয়ে ঢেউয়ের তোড়ে ভেসে গেছে এক মাদ্রাসায় পড়ুয়া কিশোর। সৈকতের কলাতলি পয়েন্টে এ ঘটনা ঘটে। সৈকতের লাইফ গার্ড কর্মীরা জানান, জাহেদুল ইসলাম (১১) নামের ওই কিশোর তার তিন বন্ধুসহ সৈকতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা ঢেউয়ের তোড়ে ভেসে যেতে থাকলে লাইফ গার্ড কর্মীরা তিনজনকে উদ্ধার করেন। হারিয়ে যায় জাহেদুল। স্থানীয় কলাতলী আদর্শ গ্রামের বাসিন্দা জাহেদুল মাদ্রাসার ছাত্র ছিল। এদিকে সাগরে আবহাওয়া পরিস্থিতি উন্নতি হওয়ায় সেন্টমার্টিনন্স দ্বীপে আটকা পড়া পর্যটকরা গতকাল রবিবার কক্সবাজারে ফিরেছেন। সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সমুদ্র উপকুলে প্রথমে ৩ নম্বর এবং পরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত থাকায় গত ২১ অক্টোবর থেকে সেন্টমার্টিন্স দ্বীপের সাথে নৌ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দ্বীপে বেড়াতে গিয়ে ৫ শতাধিক পর্যটক আটকা পড়ে। টানা ৫ দিন পর আবহাওয়া পরিস্থিতি  স্বাভাবিক হওয়ায় গতকাল সকাল থেকে যথারীতি কক্সবাজার ও টেকনাফ থেকে সেন্টমার্টিন্স সমুদ্র পথে ট্রলার ও জাহাজ চলাচল শুরু হয়েছে।

 

মন্তব্য



সাতদিনের সেরা