kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

জাতীয় যুব পরিবার পরিকল্পনা সম্মেলন শুক্র ও শনিবার

নিজস্ব প্রতিবেদক   

১৪ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপঞ্চম জাতীয় যুব পরিবার পরিকল্পনা সম্মেলন আগামী শুক্র ও শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে সিরাক-বাংলাদেশ। এ আয়োজনের মিডিয়া পার্টনার কালের কণ্ঠ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য, অধিকার ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে ভূমিকা রাখছে এ সম্মেলন। এবারের সম্মেলনে ভার্চুয়ালি সারা দেশের প্রায় ৫০০ কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী অংশ নেবে। আটটি প্ল্যানারি সেশন, তিনটি প্যারালাল সেশন, নেটওয়ার্কিং, দক্ষতা উন্নয়ন ট্রেনিং সেশনসহ বিভিন্ন আয়োজন থাকছে সম্মেলনে। কভিড-১৯ পরিস্থিতিতে সতর্কতার অংশ হিসেবে সম্মেলনে কেবল বক্তারা অনুষ্ঠানস্থলে সশরীরে উপস্থিত থাকবেন। অংশগ্রহণকারীরা সম্মেলনের ওয়েবসাইটে নিবন্ধন করে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যোগ দেবে বলে জানান আয়োজকরা। সম্মেলনের উদ্বোধনী সেশনে থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত, অপশন্স কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর ডা. নাদিরা সুলতানা, আইপিপিএফের কান্ট্রি ম্যানেজার ড. সানজিদা হাসান প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা