kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

বাঘা ও ফুলপুরে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক   

১৪ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসীর মৃত্যু হয়েছে। ময়মনসিংহের ফুলপুরে মৃত্যু হয়েছে এক কৃষকের। প্রতিনিধিদের খবরে বিস্তারিত—

বাঘা : দুর্ঘটনাটি ঘটে গতকাল সকালে; উপজেলার চণ্ডিপুর এলাকায়। নিহত তুহিন হোসেন (৪০) উপজেলার দক্ষিণ মিলিকবাঘা গ্রামের বাসিন্দা। তিনি সৌদি আরব থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। স্থানীয়রা জানায়, তুহিন হোসেন ভ্যানে করে চণ্ডিপুর যাচ্ছিলেন। পথে একটি ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে মৃত্যু হয় তাঁর।

ফুলপুর : দুর্ঘটনাটি ঘটে গত সোমবার রাত ২টার দিকে; ইমাদপুর এলাকায় ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে। নিহত আব্দুছ ছালাম ( ৬৫) উপজেলার রূপসী ইউনিয়নের ঘোমগাঁও গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, কৃষক আব্দুছ ছালাম সোমবার স্ত্রীকে ডাক্তার দেখাতে ময়মনসিংহে যান। ফেরার পথে ইমাদপুর এলাকায় তাঁদের সিএনজিচালিত অটোরিকশা উল্টে গেলে মৃত্যু হয় আব্দুছ ছালামের। এ ঘটনায় আহত হয় চারজন।

মন্তব্যসাতদিনের সেরা