কুমিল্লার চৌদ্দগ্রামে কুড়াল দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেছেন মানসিকভাবে অসুস্থ আবু বকর (৪২)। গতকাল রবিবার দুপুরে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে। নিহত নারীর নাম খায়রুন্নেছা (৮০)।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সেলিম মিয়া জানান, আবু বকর (৪২) পিলখানায় বিডিআর হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি।