kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

‘চলতি মৌসুমে চাল আমদানির প্রয়োজন হবে না’

নিজস্ব প্রতিবেদক   

৬ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাহিদা পূরণের জন্য বাংলাদেশে পর্যাপ্ত চাল, গম, আলু, ডাল ও ভুট্টার মজুদ রয়েছে। বর্তমানে চালের যে মজুদ আছে তা দিয়ে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশের মানুষের চাহিদা পূরণ করা সম্ভব। ডিসেম্বরের মধ্যে নতুন ধান উঠবে কৃষকের ঘরে। ফলে ধান-চাল আমদানি করার প্রয়োজন হবে না। জাতিসংঘের ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘কভিড-১৯ মহামারিকালে বাংলাদেশের খাদ্য মজুদ ও বাণিজ্য’ শীর্ষক ওয়েবিনারে গতকাল সোমবার বক্তারা এসব কথা বলেন। খাদ্য নিরাপত্তা ও পুষ্টির বিভিন্ন দিক নিয়ে আয়োজিত পাঁচটি ওয়েবিনার সিরিজের এটি ছিল চতুর্থ ওয়েবিনার।

এফএওর মিটিং দ্য আন্ডার নিউট্রিশন চ্যালেঞ্জ প্রকল্পের বাজার ও বাণিজ্যনীতি উপদেষ্টা ড. মোহাম্মদ মনিরুল হাসান কভিড-১৯ মহামারিকালে বাংলাদেশের খাদ্য মজুদ ও বাণিজ্য বিষয়ে ওয়েবিনারে এসব তথ্য জানান। তিনি তাঁর উপস্থাপনায় বলেন, ২০১৯-২০ অর্থবছরে বোরো ধানের উৎপাদন আগের একই সময়ের চেয়ে ৬.৫ শতাংশ বেশি হয়েছে।

মন্তব্য