kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

করোনায় আরো ৩২ প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক   

১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে করোনায় আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট পাঁচ হাজার ২৫১ জন মারা গেছে। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে এক হাজার ৪৩৬ জন। এ পর্যন্ত মোট শনাক্ত তিন লাখ ৬৩ হাজার ৪৭৯ জন। এর মধ্যে সর্বশেষ সুস্থ এক হাজার ৭৮৯ জনসহ মোট সুস্থ হয়েছে দুই লাখ ৭৫ হাজার ৪৮৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০.৭১ শতাংশ ও মোট শনাক্তের হার ১৮.৬৬ শতাংশ। সুস্থ হওয়ার হার ৭৫.৭৯ শতাংশ। মৃত্যুহার ১.৪৪ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত ৩২ জনের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী আটজন। যাদের মধ্যে ঢাকা বিভাগের ২৪ জন, চট্টগ্রামের দুজন, রাজশাহীর চারজন, সিলেট ও ময়মনসিংহের একজন করে। হাসপাতালে মারা গেছে ৩১ জন ও বাড়িতে একজন।

মন্তব্যসাতদিনের সেরা