kalerkantho

শুক্রবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৭। ৪ ডিসেম্বর ২০২০। ১৮ রবিউস সানি ১৪৪২

টঙ্গীতে আ. লীগ নেতার বাড়িতে হামলা, গুলি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি   

২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটঙ্গীর মধুমিতা রোড এলাকায় পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম এম নাসির উদ্দিনের বাড়িতে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় ওই বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (নং-১১৩০) করা হয়েছে। এলাকাবাসী জানায়, ভোর পৌনে ৫টার দিকে একদল দুর্বৃত্ত পিকআপ ভ্যানে করে এসে নাসির উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। আশপাশের বাসাবাড়ির লোকজন জেগে উঠলে দুর্বৃত্তরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

মন্তব্যসাতদিনের সেরা