kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

সৌদি এয়ারলাইনসের ফ্লাইট বাতিল করল বেবিচক

নিজস্ব প্রতিবেদক   

২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকায় সৌদি এয়ারলাইনসের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সৌদি কর্তৃপক্ষ বিমান বাংলাদেশকে ফ্লাইট পরিচালনার অনুমতি না দেওয়ায় বেবিচক এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলে জানা গেছে।

বেবিচক সূত্রের খবর, ২৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় আবার ফ্লাইট চালু করবে বলে জানায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি পায় বিমান সংস্থাটি। কিন্তু গতকাল রবিবার এই সিদ্ধান্ত বাতিল করল বেবিচক। এ ব্যাপারে সৌদি এয়ারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

মন্তব্যসাতদিনের সেরা