kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

বেতন স্কেল সমহারে নির্ধারণ, গ্রেডসংখ্যা কমানোর দাবি

নিজস্ব প্রতিবেদক   

১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনবম পে স্কেল ঘোষণার মাধ্যমে তৈরি হওয়া বেতনবৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ, গ্রেডসংখ্যা কমানোসহ আট দফা দাবি জানিয়েছে ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটি আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়। সংগঠনের অন্য দাবিগুলো হচ্ছে—এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন করা, সব পদে পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করা, টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহালসহ বেতন জ্যেষ্ঠতা বজায় রাখা, সচিবালয়ের মতো পদবি ও গ্রেড পরিবর্তন করা, সব ভাতা বাজার চাহিদা অনুযায়ী পুনর্নির্ধারণ করা, নিম্ন বেতনভোগীদের জন্য রেশন ও বিদ্যমান পেনশনের হার ৯০ শতাংশের পরিবর্তে ১০০ শতাংশ পুনর্নির্ধারণসহ পেনশন গ্র্যাচুইটির হার এক টাকা সমান ৫০০ টাকা করা এবং কাজের ধরন অনুযায়ী পদের নাম ও গ্রেড একীভূত করা। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, ১১-২০ গ্রেডের লাখ লাখ কর্মচারীকে বাদ দিয়ে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে ২৯ অক্টোবরের মধ্যে দাবি আদায় না হলে ৩০ অক্টোবর ৬৪ জেলার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং ১ নভেম্বর সব জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা