চট্টগ্রামের বোয়ালখালীতে ছেলের ওপর হামলার অভিযোগ এনে মামলা করেছেন মুক্তিযোদ্ধা শামসুল আলম। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের হাজিপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে। এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শত্রুতার জেরে দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা শামসুল আলম ও তাঁর পরিবারকে নির্যাতন ও হয়রানি করে আসছে প্রতিবেশী জহুর আলম ও মফিজের পরিবার। বেশ কয়েকবার শামসুল আলমকে মারধর করে রক্তাক্তও করা হয়। গত বৃহস্পতিবার রাতে হাজিপাড়া এলাকায় জহুর আলম ও মফিজের নেতৃত্বে ছয়-সাতজন শামসুল আলমের ছেলে অহিদুল আলমের (২৬) ওপর অতর্কিত হামলা চালায়।
মুক্তিযোদ্ধা শামসুল আলম বলেন, প্রভাবশালীদের অত্যাচারে তিনি অতিষ্ঠ। সর্বশেষ সন্ত্রাসীরা তাঁর ছেলেকে হত্যার চেষ্টা করেছে। অদৃশ্য কারণে প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না।
মন্তব্য