kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

মুরাদনগরে ঘরে ঘরে বিদ্যুৎ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি   

১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুরাদনগরে ঘরে ঘরে বিদ্যুৎ

‘এমপি সাহেব (ইউসুফ আব্দুল্লাহ হারুন) একটি জনসভায় বলেছেন, বাড়িতে বিদ্যুৎ আনতে কোনো টাকা লাগবে না। শুধু সরকার নির্ধারিত ফি জমা দিলেই সময়মতো বিদ্যুৎ চলে যাবে। যে কারণে অনেক চেষ্টা করেও আমার কাছ থেকে কেউ বাড়তি টাকা নিতে পারেনি। কিন্তু আমার বাড়িতে ঠিকই বিদ্যুৎ লাইন গেছে।’ বাড়তি খরচ ছাড়াই বিদ্যুৎ সংযোগ পেয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার রহিমপুর গ্রামের রিকশাচালক মো. জামাল এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। শুধু জামাল মিয়া নন, মুরাদনগরের প্রত্যেকেই এখন বিদ্যুৎ নিয়ে খুশি। উপজেলার ২২টি ইউনিয়নের ৩১২টি গ্রামের প্রতিটিতেই এখন বিদ্যুৎ রয়েছে। মুরাদনগর উপজেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই উপজেলার প্রতিটি গ্রামে বিদ্যুৎ দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছিলেন এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন। বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, আগে যেখানে ৪৫ হাজার গ্রাহক বিদ্যুৎ সেবা পেত, ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি হওয়ার পর সেখানে এক লাখ ৬৪ হাজার গ্রাহক নতুন বিদ্যুৎ সংযোগ পেয়েছে। আগে দৈনিক সাত-আট ঘণ্টা বিদ্যুৎ থাকত, এখন ২২-২৩ ঘণ্টা বিদ্যুৎ থাকছে।

মন্তব্যসাতদিনের সেরা