kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

‘লেবাননবাসীর ধৈর্য অনুপ্রাণিত করবে বিশ্বকে’

নিজস্ব প্রতিবেদক   

৭ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গত মঙ্গলবার বৈরুতের বন্দর এলাকায় প্রচণ্ড বিস্ফোরণে নিহত ও আহতের ঘটনা হৃদয়বিদারক। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মর্মস্পর্শী এই ঘটনায় আমি ভাষা হারিয়ে ফেলেছি। ইতিহাসে এই ভয়ংকর বিস্ফোরণের নজির পাওয়া দুষ্কর। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফখরুল এ কথা বলেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে ফখরুল বলেন, ‘এই ক্রান্তিকালে লেবাননবাসী ও তাদের সরকার যে অসীম ধৈর্যধারণ করে পরিস্থিতি সামাল দিচ্ছে তা নিঃসন্দেহে বিশ্বসম্প্র্রদায়কে অনুপ্রাণিত করবে।’ তিনি বলেন, ‘এই মর্মান্তিক বিস্ফোরণে লেবাননবাসীর বেদনার সঙ্গে আমিও সমব্যথী।’

মন্তব্যসাতদিনের সেরা