চিকিৎসক হিসেবে তাঁরা মানুষের সেবায় ছিলেন আন্তরিক। ছিলেন ভালো প্রতিবেশী। আগের দিনও তাঁরা অসুস্থদের সেবা দিয়েছেন। কিন্তু গতকাল তাঁদেরই চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয়েছে।
নিজের বাসায় দগ্ধ চিকিৎসক দম্পতি
- হ্যান্ড স্যানিটাইজার ঢালার সময় সিগারেট বা কয়েল থেকে আগুনের সূত্রপাত
নিজস্ব প্রতিবেদক

এর মধ্যে রাজীবের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর শরীরের ৮৭ শতাংশ পুড়ে গেছে।
গত মঙ্গলবার রাত ১টার দিকে চিকিৎসক দম্পতির বাসায় আগুন লাগে। কিভাবে আগুন লাগল, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও প্রতিবেশীরা ধারণা করছে, হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুনের সূত্রপাত।
পুলিশ সূত্র জানায়, রাজীব একটি বড় বোতল থেকে ছোট বোতলে হ্যান্ড স্যানিটাইজার ঢালছিলেন। তখন বোতল থেকে হ্যান্ড স্যানিটাইজার পড়ে গেলে মুখে থাকা সিগারেট বা পাশে থাকা মশার কয়েল থেকে আগুন ধরে যায়। এতে রাজীবের গায়ে আগুন ধরলে তাঁকে বাঁচাতে যান শ্যামলী। তখন দুজনই দগ্ধ হন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন কালের কণ্ঠকে বলেন, ‘রাজীবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
জানা যায়, গতকাল ভোর ৪টার দিকে রাজীব ও শ্যামলীকে হাসপাতালে নেওয়া হয়।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, ‘আমাদের কাছে যখন নিয়ে আসা হয়, তখন অবস্থা খুবই খারাপ ছিল। এখনো কিছু বলা যাচ্ছে না।’
ডা. রাজীব ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক। ডা. অনুসূয়া ভট্টাচার্য শ্যামলী একটি বেসরকারি হাসপাতালের চক্ষু বিভাগে কর্মরত।
জানা যায়, রাজীব ৩৬তম বিসিএসে উত্তীর্ণ হয়ে নিয়োগ পান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. আকবর হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য রাজীব সব সময় উদগ্রীব থাকেন। করোনা সময়েও কখনো অনুপস্থিত থাকতে দেখিনি।’
স্ত্রী ডা. অনুসূয়া ভট্টাচার্য শ্যামলী সেন্ট্রাল মেডিক্যাল চক্ষু বিভাগের রেজিস্ট্রার। দুজনের সহকর্মীরাই গতকাল হাসপাতালে ছুটে আসেন।
হাতিরপুল ইস্টার্ন প্লাজার পেছনের একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন রাজীব-শ্যামলী দম্পতি। তাঁদের পাঁচ বছরের মেয়ে রাজশ্রী ভট্টাচার্য কুমিল্লার দেবীদ্বারে দাদার বাড়িতে আছে। করোনা পরিস্থিতিতে তাকে তিন সপ্তাহ আগে সেখানে রেখে আসা হয়।
রাজীবের চাচাতো বোন তপু ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, ‘হঠাৎ এমন ঘটনা ঘটাতে রাজীব ভাইয়ের মা-বাবাকে জানানো হয়নি। ওনার বাবা লক্ষণ ভট্টাচার্য খুব অসুস্থ। মা সরস্বতী ভট্টাচার্যের শরীরও ভালো না।’
কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র কালের কণ্ঠকে বলেন, ‘আগুন লাগার ঘটনার সঠিক কারণ এখনো বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে জানা গেছে, হ্যান্ড স্যানিটাইজারের বোতল থেকে ছোট বোতলে ঢালার সময় এই দুর্ঘটনা ঘটে।’
সম্পর্কিত খবর

ভুয়া স্বাক্ষর ও প্রেস বিজ্ঞপ্তি নিয়ে রিজভীর সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, কুচক্রী ও স্বার্থান্বেষী মহল তাঁর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এই মর্মে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। কিন্তু ফেসবুকে পোস্ট করা প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

ঢাকা কলেজিয়েট স্কুলের স্থাপনা ভাঙায় দুঃখ প্রকাশ অর্থ উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক

১৯০ বছরের ঐহিত্যবাহী ঢাকা কলেজিয়েট স্কুলের পুরনো ভবন ভাঙায় দুঃখ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, স্কুলের বিল্ডিং ভেঙে না ফেলে হেরিটেজ আকারে রাখা যেত। গতকাল শুক্রবার সকালে ঢাকা কলেজিয়েট স্কুলের ১৯০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভেঙে ফেলা হয়েছে, এখন আর কিছু করার নেই।

সংক্ষিপ্ত
হাসপাতালে চিকিৎসাধীন বদরুদ্দীন উমরের শারীরিক উন্নতি
নিজেস্ব প্রতিবেদক

বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমর ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এ তথ্য জানান। ফয়জুল হাকিম বলেন, ‘গত ২২ জুলাই ভোর ৫টার দিকে শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপজনিত কারণে বদরুদ্দীন উমরকে হাসপাতালে ভর্তি করা হয়।

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। ছবি : কালের কণ্ঠ
।