kalerkantho

সোমবার । ২৬ শ্রাবণ ১৪২৭। ১০ আগস্ট ২০২০ । ১৯ জিলহজ ১৪৪১

আ. লীগের ওয়েবিনারে বক্তারা

বস্তুনিষ্ঠ তথ্যই দুর্যোগ মোকাবেলায় সহায়তা করে

নিজস্ব প্রতিবেদক   

১৬ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবস্তুনিষ্ঠ তথ্যই সব দুর্যোগ মোকাবেলায় সহায়তা করে। ফলে মূলধারার গণমাধ্যমে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারিত হলে গুজব ও অপপ্রচার কমে যায়। দেশের বিশিষ্ট ব্যক্তিরা এমন মত দিয়েছেন। আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচারিত ওয়েবিনার বিয়ন্ড দ্য প্যানডেমিক-১১তম পর্বে বক্তারা এমন অভিমত জানান। মঙ্গলবার রাতে প্রচারিত এবারের পর্বের আলোচনার বিষয় ছিল ‘করোনা সংকট মোকাবেলায় সঠিক তথ্যপ্রবাহ।’

ওয়েবিনারে তথ্যমন্ত্রী হাছান মাহ্মুদ বলেন, ‘আমার সুরক্ষা আমার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে আমাদের প্রচেষ্টা ছিল মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করা। সংবাদপত্র ও টেলিভিশনের মাধ্যমে জনগণ যাতে নিজেকে সুরক্ষিত রাখতে পারে, সচেতন রাখতে পারে, সেই তথ্যটা পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। সচেতনতামূলক প্রচারণা এবং গুজবের বিরুদ্ধে সঠিক তথ্য প্রচার করা হয়েছে।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক বলেন, ‘বিশ্বের সকলকে এই সময়ে দুটি মহামারির মোকাবেলা করতে হচ্ছে—একটি করোনাভাইরাস মহামারি, অন্যটি মিথ্যা অপপ্রচারের মহামারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার এই দুটি সংকটের সঙ্গে আম্ফান নামের একটি ঘূর্ণিঝড়ও মোকাবেলা করতে সক্ষম হয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘সাধারণ মানুষ সঠিক তথ্য পেতে গণমাধ্যমের ওপর নির্ভর করে থাকে, এখানে তথ্যের উৎস থেকে যদি সরাসরি তথ্যটা গণমাধ্যমে প্রদান করা হয় তাহলে তথ্যবিভ্রান্তিটা কমে যায়।’ সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ. আরাফাত বলেন, ‘মূলধারার গণমাধ্যমের সত্য ঘটনার আলোকে সঠিক তথ্য তুলে ধরা নিশ্চিত করতে হবে। কারণ গণমাধ্যমের সঠিক তথ্য উপস্থাপনের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র স্থাপিত হবে না। গণতন্ত্রের জন্যই আমাদের গণমাধ্যমকে প্রয়োজন।’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদ।

মন্তব্যসাতদিনের সেরা