kalerkantho

সোমবার । ২৬ শ্রাবণ ১৪২৭। ১০ আগস্ট ২০২০ । ১৯ জিলহজ ১৪৪১

সড়ক দুর্ঘটনায় চার জেলায় নিহত ৪

কালের কণ্ঠ ডেস্ক   

১৫ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেময়মনসিংহ, কিশোরগঞ্জ, নোয়াখালী ও ভোলায় গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত সড়ক দুর্ঘটনায় চালক-হেলপারসহ চারজন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশের বরাত দিয়ে কালের কণ্ঠ’র সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :

ময়মনসিংহ : ভালুকায় দাঁড়িয়ে থাকা চাল বোঝাই ট্রাকের পেছনে বালুবাহী ট্রাকের ধাক্কায় হেলপার মনিরুল হাসান (২২) নিহত হয়েছেন। গত সোমবার গভীর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ভরাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বালুবাহী ট্রাকের নিহত হেলপার মনিরুল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার জাংগালিয়াকান্দার নজরুল ইসলামের ছেলে।

কিশোরগঞ্জ : কটিয়াদীতে প্রাইভেট কারের ধাক্কায় আশরাফুল ইসলাম (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আচমিতা বাজারে এ দুুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল কটিয়াদীর আচমিতা ইউনিয়নের হিরু মিয়ার ছেলে। হিরু মিয়াও এ ঘটনায় আহত হয়েছেন। ঠেলাগাড়ি নিয়ে যাওয়ার সময় বাবা ও ছেলেকে ধাক্কা দিয়ে প্রাইভেট কারটি পালিয়ে গেছে।

নোয়াখালী : সোনাইমুড়ীতে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিরাজুল ইসলাম (৪০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার কাশীপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম উপজেলার চাষীরহাট ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

ভোলা : চরফ্যাশনের দুলারহাট সড়কের শুক্কুরের দোকান এলাকায় সার বোঝাই একটি ট্রলিকে পেছন থেকে আরেকটি ট্রলি থাক্কা দেওয়ায় চালক ইউসুফ আলী (৩২) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইউসুফ জিন্নাগড় ৩নং ওয়ার্ডের আসলাম ফরাজীর ছেলে। এ ঘটনায় সার বোঝাই ট্রলিতে থাকা ইমাম হোসেন (৩৩) মারাত্মক জখম হয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা