সমস্যা : আমার বয়স ৩৯, ওজন ৫৫ কেজি, উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। গত এক মাস যাবত্ জ্বর, কাশি, শ্বাসকষ্ট, মারাত্মক শারীরিক দুর্বলতা ছিল। মনে হচ্ছে গলায় যেন কি আটকে গেছে। গরম পানি খাচ্ছি কিন্তু নিচে নামছে না।
আপনার প্রশ্ন ডাক্তারের পরামর্শ
- কালের কণ্ঠ’র স্বাস্থ্য সমস্যা বিষয়ক নিয়মিত আয়োজন আপনার প্রশ্ন, ডাক্তারের পরামর্শ। আপনাদের পাঠানো প্রশ্ন থেকে বাছাই করা
- কিছু প্রশ্নের পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. মো. জুলহাস উদ্দিন
- এমবিবিএস (ডিএমসি) এফসিপিএস
- এফসিসিপি (ইউএসএ) এফআরসিপি (ইউকে)
- বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ
- মার্কস মেডিক্যাল কলেজ
অন্যান্য

শামিমা নাসরিন, কাঁঠালবাগান, ঢাকা
পরামর্শ : জ্বর, কাশি, শ্বাসকষ্ট, মারাত্মক দুর্বলতা এবং সঙ্গে কনট্যাক্টের ইতিহাস—সব মিলিয়ে কভিডই মনে হচ্ছে। যদিও রিপোর্ট দুবার নেগেটিভ এসেছে।
সমস্যা : আমার বয়স ৩২। বছরখানেক ধরে আমার চুলকানি হয়েছে। ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছি। তবু সারছে না চুলকানি। এখন কী করব?
অরবিন্দ পান্তি, ই-মেইলে
পরামর্শ : কেমন ধরনের চুলকানি—যেমন চামড়ায় কোনো গোটা, ফোসকা, সারা শরীর না নির্দিষ্ট কোনো জায়গায়, চুলকানোর পরপর চামড়া লাল হয়ে ফুলে যায় কি না? এর সঙ্গে অ্যালার্জির বা হাঁপানির কোনো সম্পর্ক আছে কি না ইত্যাদি জানা দরকার। দেখানো চিকিত্সকের প্রেসক্রিপশনটা দেখলে কিছুটা বোঝা যেত। সম্ভব হলে পরবর্তী সময়ে তথ্যগুলো দেবেন।
সমস্যা : আমার বয়স ৩৩, ওজন ৬০ কেজি, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। আমার সমস্যা হচ্ছে, গত চার মাস যাবত্ খুসখুসে কাশি। এ জন্য ফেক্সোফেনাডিন, মোনাস ১০ খেয়েছি। এক মাস আগে একবার জ্বর এসেছিল, তখন নাপাসহ এজিথ্রোমাইসিন (জিম্যাক্স ৫০০) খেয়েছি, জ্বর ভালো হয়েছে। কভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আমার সমস্যা হলো খুসখুসে কাশিটা ভালো হচ্ছে না। এ জন্য পরামর্শ দেবেন।
মমিনুল ইসলাম, মিরপুর, ঢাকা
পরামর্শ : বংশগত অ্যাজমার ইতিহাস আছে কি না? কারণ শুধু শুকনা কাশি থাকলেও এটাকে অ্যাজমা বা হাঁপানি বলে আজকাল। আপনি আপাতত Tab Arlin 600mg দুইবার দিনে ৫ দিন, Tab Bukof দুইবার ৫ দিন, Tab Provair ১০সম দৈনিক একটা এক মাস, সিরাপ Mucolyte ২ চামচ ২ বার ৫ দিন, Tab Docopa ২০০সম রাতে একটা করে এক মাস খান।
সমস্যা : আমার বয়স ২৩, ওজন ৬৩ কেজি। আমি গর্ভবতী কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছি। গ্যাস্ট্রিক সমস্যায় কোন ওষুধ আমার জন্য প্রযোজ্য?
কানিজ ফাতেমা, মুন্সীগঞ্জ
পরামর্শ : যেকোনো অ্যান্টাসিড সিরাপ এবং Suctalphate জাতীয় ওষুধ OTC drug হিসেবে খেতে পারবেন। এ ছাড়া বেশি ব্যথা হলে Nospa, Butapen ইত্যাদি খেতে পারবেন। তবে অন্যান্য বহুল প্রচলিত গ্যাস্ট্রিকের ওষুধও খাওয়া যাবে। সে ক্ষেত্রে চিকিত্সকদের পরামর্শ নেওয়া ভালো।
ঘোষণা
বিশেষজ্ঞ চিকিত্সক কর্তৃক এ ধরনের চিকিত্সা পরামর্শ পেতে আপনার স্বাস্থ্যসংক্রান্ত
সমস্যা লিখে আমাদের জানান daktarachen@kalerkantho.com ই-মেইলে।
নাম, ঠিকানা, সমস্যা লেখার পাশাপাশি বয়স, উচ্চতা, ওজনও লিখে জানান।
সম্পর্কিত খবর

ইউনিসেফের শোক
শিশুদের গোপনীয়তা রক্ষা ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের অনুরোধ
নিজস্ব প্রতিবেদক

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে যুদ্ধবিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ও গণমাধ্যমকর্মীদের প্রতি বেঁচে যাওয়া শিশুদের পরিচয় ও গোপনীয়তা রক্ষা এবং দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের অনুরোধ জানিয়েছে সংস্থাটি। গতকাল মঙ্গলবার শোক প্রকাশ করে ইউনিসেফ বাংলাদেশে তাদের ফেসবুক পেজে একটি বিবৃতি পোস্ট করে। বিবৃতিতে বলা হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের পতাকা অর্ধনমিত রেখে জাতির সঙ্গে শোক দিবস পালন করছে ইউনিসেফ।
আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে বিবৃতিতে বলা হয়, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক প্রাণহানি হয়েছে, যার মধ্যে বেশির ভাগই শিশু। আহত হয়েছেন আরো অনেকে। আমরা আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি সেই সব পরিবারের সদস্যদের প্রতি, যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন।’ বিবৃতিতে আরো বলা হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুদের সংখ্যা ক্রমেই বাড়ছে।

‘বোনের কাছে আমার লাশটা পৌঁছে দিয়ো’
বিশ্বজিৎ পাল বাবু, ব্রাহ্মণবাড়িয়া

মা সমিরন বেগম মারা গেছেন প্রায় ১৫ বছর আগে। একমাত্র ভাই থাকেন প্রবাসে। বাবা অসুস্থ। একমাত্র বোনের বিয়ে হয়ে গেছে।
শিক্ষার্থীদের বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছেন মাসুকা (৪০)। বিমান দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন।

মাইলস্টোনে অনভিপ্রেত ঘটনা নিয়ে যা বলল আইএসপিআর
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর উত্সুক জনতা ঘটনাস্থল ত্যাগ না করায় উদ্ধারকাজে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। একদল উত্সুক জনতার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্য ও স্বেচ্ছাসেবকদের মধ্যে ভুল-বোঝাবুঝি ও বাদানুবাদের সৃষ্টি হয় বলে জানিয়েছে আইএসপিআর। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর জানায়, গত সোমবার দুপুর আনুমানিক ১টা ১৮ মিনিটে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
উদ্ধার কার্যক্রম চলাকালে দুর্ঘটনাস্থলে উত্সুক জনতার ব্যাপক ভিড় দেখা দেয়, যা ইভাকুয়েশন ও রেসকিউ কার্যক্রমকে বারবার ব্যাহত করে।
আইএসপিআর আরো জানায়, উদ্ধার কার্যক্রম চলাকালে বিকেলের দিকে বারবার অনুরোধ সত্ত্বেও কিছু উত্সুক জনতা ঘটনাস্থল ত্যাগ না করায় উদ্ধারকাজে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
ফলে একদল উত্সুক জনতার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্য ও স্বেচ্ছাসেবকদের মধ্যে ভুল-বোঝাবুঝি ও বাদানুবাদের সৃষ্টি হয়, যা এক পর্যায়ে একটি অনভিপ্রেত ঘটনার অবতারণা করে।
বাংলাদেশ সেনাবাহিনী ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্তে দোষী প্রমাণিত সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থেকে পেশাদারি ও সর্বোচ্চ দায়িত্ববোধের সঙ্গে কর্তব্য পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

শেওড়াপাড়ায় আবাসিক ভবনে আগুন, ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেওড়াপাড়ার একটি চারতলা আবাসিক ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে আধাঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে দক্ষিণ শেওড়াপাড়ার ৫৩২ নম্বর ভবনের আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।