রাজধানীর পল্টন এলাকার ব্যবসায়ী খলিলুর রহমানকে (৪৮) গুরুতর অসুস্থ অবস্থায় গত মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। বুধবার মারা যান তিনি। সেখান থেকে লাশ নিয়ে রায়েরবাজারের কবরস্থানে দাফন করেন স্বজনরা। জানতে চাইলে খলিলুর রহমানের ভাগিনা মুহাম্মদ হাফিজুল হাকিম কালের কণ্ঠকে বলেন, ‘করোনার রোগী বলে ঢাকা মেডিক্যাল থেকে লাশ ছাড়াতে একটু বিড়ম্বনা হয়েছে।
স্বাস্থ্যবিধি মানলে ঝুঁকি নেই
করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন করছেন স্বজনরাই
এস এম আজাদ

মঙ্গলবার ঢাকা মেডিক্যালে করোনায় মৃত্যু হয় ধামরাইয়ের বাসিন্দা পরেশ আলীর (৬৮)।
ধর্মীয় রীতি মেনে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির দাফন করতে পেরে এমন সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেক স্বজন। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিকে স্বজনরাই স্বাস্থ্যবিধি মেনে দাফন করছেন। প্রথম দিকে পুলিশ লাশ দাফনে সহায়তা করলেও এখন স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন লাশ দাফনে সহায়তা করছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নমুনায় প্রমাণিত এবং উপসর্গ নিয়ে মারা যাওয়া শতাধিক ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার তিন ঘণ্টা পর ওই মৃতদেহে আর ভাইরাসটির কার্যকারিতা থাকে না। ফলে ওই মৃতদেহ থেকে ভাইরাস ছড়ানোর আশঙ্কা নেই।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা নিয়মিত সংবাদ সম্মেলনে বলছেন, ‘মৃতদেহ দাফন বা সৎকার করতে তিন-চার ঘণ্টা সময় লেগে যায়। তিন ঘণ্টা পর ওই মৃতদেহে করোনাভাইরাসের কার্যকারিতা থাকে না।’ এ কারণে করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা গেলে তাকে স্বাস্থ্যবিধি অনুসারে ধর্মীয় রীতি মেনে সৎকার কিংবা পারিবারিক কবরস্থানে দাফন করা যাবে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে দাফন ও সৎকার নিয়ে প্রথম দিকে ভয় থাকলেও ক্রমে তা কেটে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্ধৃতি দিয়ে ডা. নাসিমা সুলতানা বলেন, ‘নিয়ম অনুযায়ী মৃতদেহের সব আনুষ্ঠানিকতা শেষে দেহটি ব্যাগ বা পলিথিনে মুড়ে স্থানান্তর করা যায়।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত বৃহস্পতিবার ১৭ জন, গত বুধবার ১৬ জন এবং গত মঙ্গলবার ২০ জন মারা যান। এদের সবার লাশ স্বাস্থ্যবিধি মেনে হস্তান্তর করা হয়।
জানতে চাইলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক আলাউদ্দিন আল আজাদ কালের কণ্ঠকে বলেন, ‘করোনায় মৃত্যু পুলিশ কেস নয়। তাই স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য অধিদপ্তরে তথ্য দিয়ে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। প্রথম দিকে আইইডিসিআরের আট সদস্যের একটি টিম ছিল, যাঁরা মৃতদের খিলগাঁও কবরস্থানে দাফন করত। এরপর মন্ত্রণালয়ের একটি সেল হয়, যার মাধ্যমে আঞ্জুমান মুফিদুল ইসলামসহ স্বেচ্ছাসেবীদের দিয়ে লাশ দাফন করানো হতো। এপ্রিলের শেষদিকে এসে জানা যায়, মৃতদেহ থেকে করোনাভাইরাস ছড়াতে পারে না। তখন থেকে আগ্রহী স্বজনদের লাশ দিয়ে দেওয়া হচ্ছে। শুরুতে স্বজনরা লাশ নিতে না চাইলেও এখন নিচ্ছেন। দাফনে স্বেচ্ছাসেবীরা সহায়তা করছে।’
গত মঙ্গলবার ঢাকা মেডিক্যালে করোনায় মৃত্যু হয় রাজধানীর কাঁঠালবাগান এলাকার ব্যবসায়ী জামিল হোসেনের (৩৪)। তাঁর বড় ভাই জাকির হোসেনও করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন। তিনি মোবাইল ফোনে কালের কণ্ঠকে বলেন, ‘খুব ইচ্ছা ছিল চাঁদপুরের মতলবে গ্রামের বাড়িতে ভাইকে দাফন করার। কিন্তু এলাকার লোকজন সচেতন না। মাতব্বররা আমাকে নিষেধ করেছেন। ৯৯৯-এ কল করলে জানায়, লোকাল থানাকে বললে সহায়তা করবে। দেখলাম দেরি হয়ে যাচ্ছে। এ কারণে রায়েরবাজারেই নিয়ে দাফন করেছি। কয়েকজন আত্মীয়স্বজন ছিল। সহায়তা করেছে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।’
সম্পর্কিত খবর

শুভ কাজে সবার পাশে
যুক্তিবোধ-বিশ্লেষণী ক্ষমতা বাড়াতে ঢাকা কলেজে বিতর্ক প্রতিযোগিতা
- টাঙ্গাইলে মাদকসেবীদের কাউন্সেলিং ও মাদকের ভয়াবহতা নিয়ে সেমিনার

যুক্তিবোধ ও বিশ্লেষণী ক্ষমতা বাড়াতে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার আয়োজনে ‘এসো যুক্তিতে আলোকিত হই’ শিরোনামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মাদকসেবীদের কাউন্সেলিং ও মাদকের ভয়াবহতা নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :
ঢাকা : যুক্তিবোধ-বিশ্লেষণী ক্ষমতা বাড়াতে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার আয়োজনে ‘এসো যুক্তিতে আলোকিত হই’ শিরোনামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার বিষয় ছিল ‘পরিবেশদূষণে জনগণের অসচেতনতাই দায়ী’।
অন্যদিকে বিরোধী দল বলে, সরকারের কঠোরতাই পারে পরিবেশদূষণ রোধ করতে। বিভিন্ন আইন-কানুন প্রয়োগের মাধ্যমে পরিবেশদূষণ রোধ করা সম্ভব। বিতর্ক শেষে অংশগ্রহণকারীদের সনদ ও পুরস্কার দেওয়া হয়।
টাঙ্গাইল : বসুন্ধরা শুভসংঘ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মাদকসেবীদের কাউন্সেলিং ও মাদকের ভয়াবহতা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের বাগানবাড়ি পানির ট্যাংকি বাজারে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বসুন্ধরা শুভসংঘ টাঙ্গাইল জেলা শাখার সহসভাপতি মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগানবাড়ি সমাজপতি আতোয়ার রহমান। স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেহেবুব ইসলাম রুমন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আরাফাত রহমান, কোষাধ্যক্ষ আল আমিন ও প্রচার সম্পাদক সুজন মিয়া।

সংক্ষিপ্ত
আরো ৬০ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মুজিব পরিবারের নাম বাদ
নিজস্ব প্রতিবেদক

শেখ মুজিবুর রহমান ও তাঁর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের নামে থাকা দেশের আরো ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এসংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। এতে সই করেছেন উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী। আদেশে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলের বিষয়ে চলতি বছরের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়।

বিপিএমসিএ নির্বাচনে সভাপতি মহিউদ্দিন সম্পাদক মোয়াজ্জেম
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি পদে ডা. শেখ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংগঠনটির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ১৫ বছরের পুরনো সংগঠনের এটিই প্রথম নির্বাচন।
ডা. মো. মঈনুল আহসানের নেতৃত্বে তিন সদস্যের বোর্ড এ নির্বাচন পরিচালনা করে।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর অন্তর নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হয়নি। গত সাত মেয়াদে সমঝোতার ভিত্তিতে সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। এবার নির্বাচন হওয়ায় প্রায় দেড় দশক পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায় বিপিএমসিএর সাধারণ ভোটাররা।
বিপিএমসিএর নির্বাচিত সভাপতি ডা. শেখ মহিউদ্দিন ঢাকার আদ্-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজের নির্বাহী পরিচালক।
সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন ইস্ট-ওয়েস্ট মেডিক্যাল কলেজের চেয়ারম্যান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন অধ্যাপক ডা. এম এ মুকিত। তিনি সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজের অধ্যাপক।

ঢাবিতে ছাত্রদলের মশাল মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অব্যাহত অবনতি এবং কক্সবাজারে বিএনপি নেতাকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।
বক্তব্যে গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘অন্তর্বর্তী সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে মব কালচার উসকে দিচ্ছে। তারা ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ। সংস্কারের নামে কিছু এনজিওকর্মী এখন গণতন্ত্রপন্থী ছাত্ররাজনীতির ভেতরে বিভ্রান্তি ছড়াচ্ছে।
সমাবেশে সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘একটি গুপ্ত সংগঠন দেশে চক্রান্ত করে চলেছে। আমরা এ অবস্থার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং কক্সবাজারের হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি করছি।’
এ ছাড়া বুধবার দুপুরে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ও গাড়িবহরে দফায় দফায় হামলা চালান আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।