নরসিংদীর মাধবদীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। একই ধরনের অভিযোগে মামলা হয়েছে মাদারীপুরের রাজৈরে। বলাৎকারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে নাটোরের গুরুদাসপুরে। এ ছাড়া বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজৈর-মাধবদীতে শিশু ধর্ষণের অভিযোগ
কালের কণ্ঠ ডেস্ক

নরসিংদী : মাধবদীতে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুজন কিশোর। আরেকজনের নাম জাহাঙ্গীর (২১)। ভুক্তভোগীর বাবার ভাষ্য, ‘সকাল ৮টার দিকে আমার মেয়ে আমার জন্য খাবার নিয়ে আসে।
মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) সাফায়েত হোসেন পলাশ বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক কিশোর শিশুটিকে ঘটনাস্থলের দিকে নিয়ে যাচ্ছে।
রাজৈর : চকোলেট দেওয়ার কথা বলে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচা ইউনুস ফকিরের (৫০) বিরুদ্ধে। এ ঘটনায় ইউনুস ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে সাত বছরের শিশুকে বলাৎকারের ঘটনার পরদিন থানায় অভিযোগ দেওয়া হয়। কিন্তু এক সপ্তাহ পার হলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ উঠেছে। গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, ‘মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।
আদমদীঘি : সান্তাহারে ছাত্রীকে অপহরণ করে চার দিন আটকে রেখে ধর্ষণের মামলায় রাহিম (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৮ মে রাহিমসহ পাঁচজন ওই ছাত্রীকে কাহালু উপজেলার কালিচকুড়ি গ্রামে একটি বাড়িতে আটকে রাখে।
সম্পর্কিত খবর

মানববন্ধন ও বিক্ষোভ


যাত্রাবাড়ী ও রমনায় দুই শিশুর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে অজ্ঞাতপরিচয় ১২ বছরের শিশু এবং রমনায় একটি বাসা থেকে সুফিয়া আক্তার (১০) নামে অপর এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টা ও ভোর সাড়ে ৪টার দিকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেশিশুটিকে হত্যা করা হয়েছে।

চাঁদা না পেয়ে হামলা আরো ৫ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবী থানা এলাকায় পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে এ কে বিল্ডার্স প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মারধর ও গুলির ঘটনায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন মো. আব্বাস, মো. ইয়ামিন, মো. সোহেল, মো. মাজহারুল ও মো. চাঁদ মিয়া।
গতকাল সোমবার দুপুরে র্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি এ তথ্য দেন। তিনি বলেন, এর আগে গত রবিবার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মামলার এজাহার ও ভুক্তভোগীর বিবরণে বলা হয়, গত ১১ জুলাই পল্লবীর আলব্দির টেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায়। হামলাকারীরা এ সময় চারটি গুলি করে।

সংক্ষিপ্ত
ওয়ারীতে হামলার শিকার শিক্ষার্থী, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ওয়ারী থানায় হামলার শিকার হয়েছে সৈয়দ রেদোয়ান মাওলা (১৭) নামের এক শিক্ষার্থী। পরে এলাকাবাসী হামলাকারীদের মধ্যে আব্দুর রহিম মাহি (১৯) ও সাব্বির হোসেন রাতুল (১৯) নামের দুই কিশোরকে আটক করে পুলিশে দেয়।
রবিবার রাত ৯টার দিকে হাটখোলা রোডে ইলিশিয়াল ভবনের পেছনের গলিতে এ ঘটনা ঘটে। ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদ কালের কণ্ঠকে বলেন, হামলাকারী ও ভুক্তভোগী সবাই শিক্ষার্থী।