kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

করোনাদুর্গতদের জন্য মেডেল বিক্রি করল ছোট্ট হাবিব

কালের কণ্ঠ ডেস্ক   

২৩ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাদুর্গতদের জন্য মেডেল বিক্রি করল ছোট্ট হাবিব

হাবিবের বয়স মাত্র ছয় বছর। করোনাভাইরাস মহামারি সম্পর্কে বোঝার মতো জ্ঞান হয়তো তার হয়নি। তার পরও টিভির সংবাদে কর্মহীন মানুষের কষ্ট দেখে মনঃকষ্টে ভুগছে সে। তার ছোট্ট জীবনের বড় অর্জন হলো একটি মেডেল। রংপুর বিভাগ সাংবাদিক সমিতির খেলাধুলা প্রতিযোগিতায় সে এই মেডেলটি জিতেছিল। এখন সে ওই মেডেল বিক্রি করে করোনাদুর্গতদের পাশে দাঁড়াতে চায়। ছেলের অনুরোধে মা তাঁর ফেসবুক অ্যাকাউন্টে মেডেলটি বিক্রির জন্য একটি স্ট্যাটাস দেন। এর পরই অভাবনীয় সাড়া মেলে। রাজধানীর গোপীবাগ এলাকার বাসিন্দা হালিমা-জামান দম্পতির ছেলে মো. হাবিবুর রহমানের এই ইচ্ছাপূরণ করতে এগিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী মো. সাইফুর রহমান চৌধুরী টিপু। তিনি ৪০ হাজার টাকায় কিনে নেন হাবিবের মেডেলটি। মেডেল বিক্রির পুরো অর্থ হাবিবের মা-বাবার মাধ্যমে সহায়তা করা হবে করোনাভাইরাসের এই দুঃসময়ে অসহায় হয়ে পড়া মানুষদের।

মন্তব্য