kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

‘স্বাস্থ্য খাতে সরকারের নজর নেই’

নিজস্ব প্রতিবেদক   

২২ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘স্বাস্থ্য খাতে সরকারের নজর নেই’

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঘোষণা করেছে। বিশ্বব্যাপী মহামারি, এর কবলে বাংলাদেশও। আজকে দেশে যে ভয়াবহ অবস্থা, এখানে সরকারের অগ্রাধিকার যে খাত সেই খাতের মধ্যে সাত নম্বরে রাখা হয়েছে স্বাস্থ্য খাতকে। গত বছর ছিল ১০ হাজার কোটি টাকা, এই বছর রাখা হয়েছে ১৩ হাজার কোটি টাকার একটু বেশি। এখনো এই স্বাস্থ্য খাতের ব্যাপারে সরকারের কোনো নজর নেই। গতকাল বৃহস্পতিবার সকালে দক্ষিণ বাড্ডার ৯৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও মহানগর উত্তর সভাপতি এম এ কাইয়ুমের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে রিজভী এ কথা বলেন। এ সময় মহানগর উত্তর সহসভাপতি আবুল হোসেন, যুগ্ম সম্পাদক এ জি এম শামসুল হক, ৯৭ নং ওয়ার্ডের সভাপতি রাশেদ আলম মনু, সাধারণ সম্পাদক আবদুল কাদের বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা