kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি   

১৫ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটঙ্গীতে বেতন, বোনাস না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করায় গতকাল বৃহস্পতিবার শ্রমিকরা বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ ও টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধ করেন শ্রমিকরা। গতকাল টঙ্গীর বিসিক শিল্প এলাকার রেডিসন গার্মেন্ট ও পেট্রিয়টিক ইকো গার্মেন্ট কারখানার শ্রমিকরা সকালে কারখানায় এসে দেখতে পান গেটে অনির্দিষ্টকাল বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। তাঁরা জানান, দুই দিন ধরে বেতন, বোনাস, অর্জিত ছুটির পারিশ্রমিক ও বকেয়া ওভারটাইমের মজুরি পরিশোধ করার দাবিতে তাঁরা আন্দোলন করে আসছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা