রাজধানী যেন ফিরছে পুরনো রূপে। রাস্তার পাশের সব দোকানপাট খোলা হয়েছে। সাধারণ মানুষ করোনাভাইরাসের ভয়ে থাকলেও নামছে রাস্তায়। প্রতিটি রাস্তা এখন রিকশা ও ব্যাটারিচালিত রিকশার নিয়ন্ত্রণে যেন।
রাজধানীর লকডাউন চিত্র
ব্যস্ত হয়ে উঠছে রাস্তাঘাট, সামাজিক দূরত্ব মানছেন না কেউ
নিজস্ব প্রতিবেদক

মিরপুর-১ নম্বরে গিয়ে দেখা যায়, ফলের দোকানে ভিড় করে আছেন কয়েকজন। তাঁদের একজন মাইনুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অতি সাধারণ মানুষ। ফল কিনতে এখানে এসেছি।
মিরপুর-১১ নম্বরের কালশী রোডের সাংবাদিক আবাসিক এলাকার ডেইলি মার্ট নামে দোকানের মালিক শাহাদাত হোসেন বলেন, ‘সরকারি সাধারণ ছুটিতে দোকান নিয়মিত খুলতে পারছি না। অন্য সময় দোকান খোলা রাখতাম সকাল ৭টা থেকে রাত ১টা পর্যন্ত। এখন দোকান খোলা রাখছি সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত।’ দোকানে আসা ক্রেতারা শারীরিক দূরত্ব বজায় রাখছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে সাধারণ মানুষ এখনো শারীরিক দূরত্ব মানতে চাইছে না। আমি যদি দোকান রাত ১২টা পর্যন্ত খোলা রাখি তখনো আমার দোকানে মানুষ আসবে। কেনাকাটা করতে দেখা যাবে লোকজনকে। কিন্তু ইফতারের আগে ক্রেতারা যখন সদাই কিনতে আসে তখন অনেকে দড়ি সরিয়ে ভেতরে চলে আসে। ক্রেতারা কোনোভাবেই শারীরিক দূরত্ব মানতে চায় না।’
রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে রাস্তায় তল্লাশি দেখা যায়নি। সকাল ১১টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে দেখা যায় অনেকটা স্বাভাবিক দিনের মতোই। কয়েক দিন আগেও যাত্রাবাড়ী মোড় নীরব দেখা গেছে। কিন্তু গত ১০ মে থেকে দোকানপাট খোলার সরকারি অনুমতির পর এই মোড়টি ক্রমেই পুরনো রূপ ফিরে পাচ্ছে। শুধু বাস ছাড়া অন্য সব ধরনের পরিবহন চলতে দেখা যায় রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে। আশপাশের বিভিন্ন মার্কেট খোলা থাকতে দেখা যায়। পাশের শহীদ ফারুক সড়কের দোকানপাটও খোলা। হানিফ উড়াল সড়কের নিচে সড়কের পাশে সার বেঁধে দাঁড় করানো সিএনজি অটোরিকশার চালকরা চেঁচিয়ে যাত্রী ডাকছেন। সেখানে দাঁড়ানো অটোরিকশার চালক শহীদ কালের কণ্ঠকে জানান, বাস না থাকায় তাঁরা দূরের যাত্রী পরিবহন করছেন বেশি। কাছাকাছি রাস্তায় রিকশা দিয়েই মানুষ চলাচল করছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন যাত্রী পাওয়া যাচ্ছে। আগে তেমন যাত্রী পাওয়া যায়নি। এ ছাড়া পুলিশ ঝামেলা করত। এখন পুলিশ কিছু বলে না বলে অটোরিকশা চালানো যাচ্ছে।’
সায়েদাবাদ বাস টর্মিনালে সারি সারি বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে। লকডাউনের শুরু থেকেই বাসগুলো টার্মিনালে এভাবে রেখে দেওয়া হয়। বাস চলাচল না থাকায় সেখানে যানজট আগের মতো চোখে পড়েনি। তবে প্রচুর রিকশা, সিএনজি অটোরিকশা চলতে দেখা যায়। গতকাল দুপুর ১২টার দিকে রাজধানীর পূর্ব রামপুরা এলাকায় দেখা গেছে, আগের মতোই রাস্তা দখল করে ফল ও বিভিন্ন ধরনের পোশাক বিক্রির দোকান বসানো হয়েছে। রাস্তার পাশে জুতা, ফানির্চার, পোশাকের দোকানগুলোও খোলা হয়েছে। ক্রেতাদের বেশির ভাগের মুখেই মাস্ক দেখা গেছে।
গতকালও লালবাগ কেল্লার মোড়, শহীদনগর বাজার, বউবাজার, বেড়িবাঁধ, আজিমপুর বটতলা, ছাপরা মসজিদসহ বিভিন্ন অলিগলিতে মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। খোলা ছিল এলাকার প্রায় সব দোকান। তবে কিছু ফাস্ট ফুড আইটেমের দোকান বন্ধ থাকতে দেখা গেছে।
সম্পর্কিত খবর

ভুয়া স্বাক্ষর ও প্রেস বিজ্ঞপ্তি নিয়ে রিজভীর সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, কুচক্রী ও স্বার্থান্বেষী মহল তাঁর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এই মর্মে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। কিন্তু ফেসবুকে পোস্ট করা প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

ঢাকা কলেজিয়েট স্কুলের স্থাপনা ভাঙায় দুঃখ প্রকাশ অর্থ উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক

১৯০ বছরের ঐহিত্যবাহী ঢাকা কলেজিয়েট স্কুলের পুরনো ভবন ভাঙায় দুঃখ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, স্কুলের বিল্ডিং ভেঙে না ফেলে হেরিটেজ আকারে রাখা যেত। গতকাল শুক্রবার সকালে ঢাকা কলেজিয়েট স্কুলের ১৯০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভেঙে ফেলা হয়েছে, এখন আর কিছু করার নেই।

সংক্ষিপ্ত
হাসপাতালে চিকিৎসাধীন বদরুদ্দীন উমরের শারীরিক উন্নতি
নিজেস্ব প্রতিবেদক

বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমর ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এ তথ্য জানান। ফয়জুল হাকিম বলেন, ‘গত ২২ জুলাই ভোর ৫টার দিকে শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপজনিত কারণে বদরুদ্দীন উমরকে হাসপাতালে ভর্তি করা হয়।

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। ছবি : কালের কণ্ঠ
।