kalerkantho

রবিবার । ১৭ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩১  মে ২০২০। ৭ শাওয়াল ১৪৪১

সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা সবাইকে মেনে চলতে হবে

স্পিকার বললেন

নিজস্ব প্রতিবেদক   

৯ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘সমগ্র বিশ্বের সঙ্গে বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় প্রত্যেককে প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা মেনে চলতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে বাড়িতে থাকতে হবে।’ গতকাল নিজের নির্বাচনী এলাকা পীরগঞ্জ উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে স্পিকার এসব কথা বলেন। এক ভিডিও বার্তার মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। করোনা পরিস্থিতি মোকাবেলায় স্পিকারের ব্যক্তিগত তহবিল থেকে অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে কৃষি শ্রমিক, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, প্রতিবন্ধী, পথশিশু, স্বামী পরিত্যক্তা বা বিধবা নারী এবং হিজড়া সম্প্র্রদায়ের প্রতি বিশেষ নজর রাখার নির্দেশনা দিয়েছেন।’

মন্তব্যসাতদিনের সেরা