kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

টেলিমেডিসিন সেবায় সার্জারি বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক   

৭ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনাভাইরাসের সংকটের সময় টেলিমেডিসিনের মাধ্যমে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ (এসওএসবি)। সারা দেশের সার্জারি বিশেষজ্ঞরা টেলিফোনে সার্জারি বিষয়ে পরামর্শ দেবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করে পরামর্শ নেওয়া যাবে।

এসওএসবির সাধারণ সম্পাদক ডা. মো. নূর হোসেন ভূঁইয়া শাহীন কালের কণ্ঠকে বলেন, ‘টেলিফোনে সঠিক শল্যচিকিৎসা সেবা দেওয়া সম্ভব নয়। তবু করোনার এই ক্রান্তিকালে বিকল্প হিসেবে এই পদ্ধতি চালু করেছি।’ নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ঢাকা : ০১৭১৬-২৫৬৯২২, ০১৭১১-১৩৫০৩৪, ০১৭১৫-০১২৮৩৩, ০১৭১৮-৮৮৯৭৮৮, ০১৭৬৮-৬৭৬৩৫৪, চট্টগ্রাম : ০১৭১১-২২৬০৩০, ০১৮১৯-৩৯৪৮৮৫, ০১৮১৯-২৮৫৪০৪, ময়মনসিংহ : ০১৭১১-২৩০১৭৮, ০১৭১৫-২২৭৩৯৮, রাজশাহী : ০১৭৯৯-১১৪৪৬৬, সিলেট : ০১৭১২-৭৮৫৬৪৫, ০১৭১১-৪৬১৬৩২, বরিশাল : ০১৭২৪-২১০৭৭৩, রংপুর : ০১৭১২-৮৪১২৪৪, খুলনা : ০১৭১১-৩১১১৩৭, ফরিদপুর : ০১৭১২-১২০৮২৮, গোপালগঞ্জ : ০১৭১২২৮০৭৪৭, দিনাজপুর : ০১৭১১১৩৫৪৯০, যশোর : ০১৭১১-২৩০১৫৯, বগুড়া : ০১৭১১-৯৬৮৪৩৬, চাঁদপুর : ০১৭১১-১৩০১১৮, কুষ্টিয়া : ০১৭৩৯-৪৫২৩৫৪, সাতক্ষীরা : ০১৭১৫-১৩৯২০৩, সিরাজগঞ্জ : ০১৭১১-২৮৮৫৪৯, নারায়ণগঞ্জ : ০১৮১৯-২২৩৭২৫, কুমিল্লা : ০১৭১২-৫৩১১৪২, ০১৭১২-৫৬৬৫৯০, কক্সবাজার : ০১৮১৯-৩৯০৮৭৯, ০১৮১৮-৬৫০৪৬৩, রাঙামাটি : ০১৮১৯-৩২৭১৩৫, ০১৮১৫-০০৩৮৯৫, ফেনী : ০১৭১২-৬৯৯৬৫১, নোয়াখালী : ০১৭১২-২৯০৩২৬, ০১৭১১-৭০৩৪৬৩ এবং পটুয়াখালী : ০১৭১৭-৩৩৮৮২৮।

মন্তব্য