kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

ভালুকায় শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি টিইউসির

নিজস্ব প্রতিবেদক   

৭ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের ভালুকায় ক্রাউন অ্যাপারেলস কারখানায় বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের গুলি ও টিয়ার শেল নিক্ষেপ এবং দুজন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গার্মেন্ট ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। গতকাল সোমবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক জলি তালুকদার শ্রমিক নিহত হওয়ার ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে ন্যায়বিচার দাবি করেন। বিবৃতিতে গার্মেন্টশিল্পে করোনাভাইরাস মহামারির সুযোগ নিয়ে হাজার হাজার কর্মী ছাঁটাই, জোর করে ইস্তফার ঘটনার প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, মালিকরা পরিস্থিতির সুযোগ নিয়ে যে নৈরাজ্য সৃষ্টি করেছে, প্রশাসন তার রাশ টেনে ধরার বদলে উল্টো ভুক্তভোগী শ্রমিকদের বিরুদ্ধেই বল প্রয়োগ করেছে।

মন্তব্য