kalerkantho

রবিবার। ২৪ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৭ জুন ২০২০। ১৪ শাওয়াল ১৪৪১

৯ এপ্রিল পর্যন্ত বন্ধ দোকান শপিং মল

নিজস্ব প্রতিবেদক   

৩ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৯ এপ্রিল পর্যন্ত বন্ধ দোকান শপিং মল

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর সঙ্গে তাল মিলিয়ে আগামী ৯ এপ্রিল পর্যন্ত সারা দেশের দোকানপাট, বিপণিবিতান ও শপিং মলও বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, মুদি দোকান, সুপারশপ ও ওষুধের দোকান যথারীতি খোলা থাকবে। বাংলাদেশ দোকান মালিক সমিতি গতকাল বৃহস্পতিবার দোকানপাট ও বিপণিবিতান বন্ধের সময়সীমা বাড়ানোর এ ঘোষণা দিয়েছে। সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও সচিব মো. জহিরুল হক ভূঁইয়া এক বিবৃতিতে জানান, সরকারের ঘোষণা অনুযায়ী, করোনাভাইরাস সংক্রমণ রোধে ৯ এপ্রিল পর্যন্ত সারা দেশের দোকানপাট ও বিপণিবিতান বা শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। তারা দোকান মালিক ও কমর্চারীদের ঘরে থাকার অনুরোধ জানিয়েছে। করোনার প্রাদুর্ভাব রোধে এর আগে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। পরে তা বাড়িয়ে ৪ এপ্রিল করা হয়। তৃতীয় দফায় গতকাল ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিল দোকান মালিক সমিতি।

মন্তব্যসাতদিনের সেরা