kalerkantho

মঙ্গলবার । ১২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৬  মে ২০২০। ২ শাওয়াল ১৪৪১

অ্যাপোলোর নতুন নাম এভারকেয়ার হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক   

৩০ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবেসরকারি অ্যাপোলো হাসপাতালের নাম পরিবর্তন হচ্ছে। পরিবর্তিত নাম হবে এভারকেয়ার হাসপাতাল ঢাকা। আগামী ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল রবিবার এভারকেয়ার ও সিডিসি গ্রুপ এই ঘোষণা দেয়। এসটিএস হোল্ডিংস লিমিটেডের বিনিয়োগে, এভারকেয়ার ও সিএসডি গ্রুপের অধীনে অ্যাপোলো হাসপাতালকে এভারকেয়ার হাসপাতাল নামে রি-ব্র্যান্ডিং করা হয়েছে। এসটিএস হোল্ডিংস লিমিটেডের মালিকানায় পরিচালিত এই হাসপাতালের অধিগ্রহণ ও মালিকানা হস্তান্তর এবং পরবর্তী রি-ব্র্যান্ডিং শেষ হওয়ার পরেই এই ঘোষণা দেওয়া হলো। এভারকেয়ার হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার ডা. রত্নাদীপ চাসকার বলেন, ‘গ্লোবাল হেলথকেয়ার গ্রুপের অংশ হওয়ায় আমরা এভারকেয়ারের ক্লিনিক্যাল ও অপারেশনাল নৈপুণ্য ও দক্ষতার সব রকম সুবিধাই পাই, যা আমাদের রোগীর সুস্থতার হার বাড়াতে এবং একই সঙ্গে খরচ কমাতে ও সক্ষমতা বাড়াতে সব সময় সাহায্য করে।’

এভারকেয়ার হলো একটি সমন্বিত স্বাস্থ্যসেবাদানকারী প্ল্যাটফর্ম, যা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কেনিয়া, নাইজেরিয়াসহ আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার কয়েকটি উন্নয়নশীল দেশে পরিচালিত হচ্ছে; যার পোর্টফোলিওতে রয়েছে বিশ্বজুড়ে ২৮টি হাসপাতাল, ১৮টি ক্লিনিক, ৫৪টি ডায়াগনস্টিক সেন্টার ও দুটি নির্মাণাধীন হাসপাতাল।

২০২০ সালের দ্বিতীয়ার্ধে চট্টগ্রামে ‘এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম’ চালু করার পরিকল্পনা রয়েছে গ্রুপের। ৪০০ বেডের এই হাসপাতাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবার চাহিদা মেটাতে সক্ষম হবে। চিফ অপারেটিং অফিসার অ্যান্ড্রু কুরি বলেন, ‘উন্নয়নশীল দেশগুলোতে মানসম্মত ও সমন্বিত স্বাস্থ্যসেবায় মানুষের অংশগ্রহণকে সহজ করা এবং তাদের চাহিদা মেটানোর যে মিশন আমাদের রয়েছে, তার সঙ্গে এক সুতোয় বাঁধা বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে আমাদের এই বিনিয়োগ। বাংলাদেশকে আমাদের পোর্টফোলিওতে যুক্ত করতে পেরে আমরা সত্যিই আনন্দিত এবং আরো বেশিসংখ্যক মানুষকে আন্তর্জাতিক মানের এই স্বাস্থ্যসেবার আওতায় আনতে আগামীতে ব্যবসা প্রসারের ইচ্ছা আমাদের আছে।’ 

মন্তব্যসাতদিনের সেরা