করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখা ও সরকারের নির্দেশ অমান্য করে ব্যবসা পরিচালনা বন্ধে মাঠে রয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল আশরাফুল হাসান, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী পৃথকভাবে তদারকি কার্যক্রম ও অভিযান পরিচালনা করছেন। তাঁরা গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরের চান্দগাঁও, পাঁচলাইশ, খুলশী, বাকলিয়া, ডবলমুরিং, বন্দর, ইপিজেড, চকবাজার, বায়েজিদ, সদরঘাট, কোতোয়ালি, হালিশহর, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় কার্যক্রম চালান।