kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

বিকেএমইএর সব কারখানা ৪ এপ্রিল পর্যন্ত ছুটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

২৮ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিজিএমইএর পর রপ্তানিমুখী নিট পোশাক প্রস্তুতকারীদের সংগঠন বিকেএমইএ তাদের সদস্যভুক্ত সব কারখানায় সাধারণ ছুটি ঘোষণার নির্দেশ দিয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুসরণ করে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দিতে বলেছে বিকেএমইএ। কারখানা ছুটির সময়ে শ্রমিকরা যেন নতুন কোনো গন্তব্যে না গিয়ে নিজ নিজ অবস্থানে থাকে, সেই নির্দেশনাও দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে বিকেএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি এ কে এম সেলিম ওসমান এই সিদ্ধান্তের কথা জানান। বিকেএমইএর অধীনে দুই হাজার ২৮৩টি কারখানা রয়েছে, যেগুলোতে কর্মরত আছেন অন্তত ২৫ লাখ শ্রমিক। এর আগে বৃহস্পতিবার রাতে পোশাক রপ্তানিকারকদের আরেক সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হকও তাঁর সংগঠনের সদস্যদের কারখানা বন্ধ রাখার পরামর্শ দেন।

কারখানার মালিকদের উদ্দেশে সেলিম ওসমান বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে নিট পোশাক কারখানা আপাতত ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখুন। বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণে যে ক্ষতিকর প্রভাব বাংলাদেশে পড়েছে, তা থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচানোই এ মুহূর্তে আমাদের সবার লক্ষ্য।’

মন্তব্যসাতদিনের সেরা