kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

হোম কোয়ারেন্টিন নিশ্চিতে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক   

২০ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের কোয়ারেন্টিন তালিকা ধরে বাসাবাড়ি ও আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ডিএনসিসি। ডিএনসিসির নির্বাহী হাকিম রোসলিনা পারভীন ও জিনিয়া জিন্নাতের নেতৃত্বে গতকাল গুলশান এলাকায় এ আদালত পরিচালনা করা হয়। ডিএনসিসি জানায়, ওয়েস্টিন, ফোর সিজন, লং বিচ, আমারি ও লেকশোর হোটেলে যান তাঁরা। করোনা থেকে রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় এসব হোটেলকে। একই সঙ্গে ভাইরাসটি মোকাবেলায় হোটেলহগুলোর সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি বাসায় গিয়ে কোয়ারেন্টিন তালিকায় থাকা ব্যক্তির সঙ্গে অন্য কেউ অবস্থান করছে কি না তা খতিয়ে দেখা হয়।

মন্তব্যসাতদিনের সেরা