kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

করোনাভাইরাস নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক   

২০ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাস নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের নাট্যাঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে ‘করোনা পরিস্থিতিগত’ মতবিনিময় শেষে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি দেশবাসীকে অনুরোধ জানাব, কেউ দয়া করে গুজব ছড়াবেন না। যেমন একটি গুজব ছড়ানো হয়েছে ইউনাইটেড হাসপাতালে চারজন ডাক্তার করোনায় আক্রান্ত, যেটি পুরোপুরি গুজব। এ ধরনের গুজব ছড়িয়ে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। সাংবাদিক ভাইদের অনুরোধ জানাব কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে আপনারাও তা প্রতিহত করবেন।’

মন্তব্যসাতদিনের সেরা