kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

সরকারকে আরো শক্ত অবস্থান নিতে হবে : ডিএইচইএন

নিজস্ব প্রতিবেদক   

২০ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাস মোকাবেলায় সরকারকে আরো শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনরেমন্ট (ডিএইচইএন)। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই আহ্বান জানান। তাঁরা দেশের কভিড-১৯ রোগের (করোনাভাইরাস) পরিস্থিতি তুলে ধরে বলেন, বিষয়টি নিয়ে আছে আতঙ্ক, উদ্বেগ ও উত্কণ্ঠা। ডিএইচইএন নেতারা বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রস্তুতি যথেষ্ট নয় বিধায় এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা