kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

ঢাকা বিশ্ববিদ্যালয়

করোনা সতর্কতায় আজ সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২০ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনভেল করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ ঠেকাতে ক্লাস, পরীক্ষা ও কেন্দ্রীয় গ্রন্থাগার বন্ধ ঘোষণার পর এবার আবাসিক হলগুলো খালি করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান এই সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত একাধিক সিন্ডিকেট সদস্য কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে আবাসিক হলগুলোতে অবস্থানরত শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা