kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

সংক্ষিপ্ত

‘ঢাকা-সিলেটছয় লেনের কাজ শুরু জুলাইয়ে’

নিজস্ব প্রতিবেদক   

২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুই পাশে ধীরগতির যানবাহনের জন্য দুটি আলাদা লেনসহ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ শুরু হচ্ছে আগামী জুলাই মাসে। ২১০ কিলোমিটার দীর্ঘ এ মহাসড়ক উন্নয়নে অর্থায়ন করবে এডিবি। এ প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সোমবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ গতকাল দুপুরে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এর পরই মন্ত্রী কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এক পশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে আটটি ফ্লাইওভার, ২২টি ওভারপাস, পাঁচটি রেলওয়ে ওভারপাস, ৬৯টি ছোট-বড় সেতু, ১০টি আন্ডারপাস বা পাতাল পথ, তিনটি সড়ক মোহনা উন্নয়ন এবং ২৯টি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে। এ ছাড়া এডিবির অর্থায়নে রংপুর-বুড়িমারী, রংপুর-গাইবান্ধা এবং ফরিদপুর-বরিশাল মহাসড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা