kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন

এক বছরে গণপরিবহনে ৫৯ নারী ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার

নিজস্ব প্রতিবেদক   

২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএক বছরে গণপরিবহনে ৫৯ নারী ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার

২০১৯ সালে সারা দেশে গণপরিবহনে ৫২টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৫৯ জন নারী ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন। দেশের বিভিন্ন সড়ক, রেল ও নৌপথে এসব নির্যাতনের ঘটনা ঘটে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি গতকাল গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গণমাধ্যমগুলোতে প্রকাশিত এসংক্রান্ত প্রতিবেদন বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করে সংস্থাটি।

এতে বলা হয়, সড়কপথে ৪৪টি, রেলপথে ৪টি ও নৌপথে ৪টি নারী নির্যাতনের ঘটনা ঘটে। এসবের মধ্যে ৪৪টি ঘটনায় মামলা হয়েছে, যার সূত্রে ৯৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ঘটনার মধ্যে ১৬টি ধর্ষণ, ১২টি গণধর্ষণ, ৯টি ধর্ষণচেষ্টা, ১৫টি হচ্ছে যৌন হয়রানির ঘটনা।

মন্তব্যসাতদিনের সেরা