kalerkantho

শুক্রবার । ২০ চৈত্র ১৪২৬। ৩ এপ্রিল ২০২০। ৮ শাবান ১৪৪১

চাঁদাবাজির অভিযোগে শিক্ষকসহ আটক ৬

যশোর অফিস   

১৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাঁদাবাজির অভিযোগে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ থেকে গত রবিবার গভীর রাতে এক স্কুলশিক্ষক ও তার ছয় সহযোগীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা প্রেমবাগে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের নামে নিয়মিত চাঁদাবাজি করছিল বলে পুলিশ জানিয়েছে। গতকাল সোমবার যশোর পুলিশের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। 

আটককৃতরা হলো—প্রেমবাগ গ্রামের স্কুলশিক্ষক সৈয়দ মোস্তাফিজুর রহমান রানা, তার সহযোগী একই এলাকার আজাদ রহমান, সৈয়দ ওয়াহিদুল ইসলাম মিন্টু, পিন্টু, জিয়ার মোল্লা ও আল আমিন হোসেন এবং গোপালগঞ্জ সদর উপজেলার চরবয়রা গ্রামের হাবিবুর রহমান।

আটককৃতদের বিষয়ে যশোর ডিবি পুলিশের ওসি মারুফ আহমদ জানান, আটককৃতরা প্রেমবাগে অফিস বানিয়ে বন্ধবন্ধু স্মৃতি সংসদের সাইনবোর্ড টানিয়ে নিয়মিত চাঁদাবাজি করত।

 

মন্তব্যসাতদিনের সেরা