করোনাভাইরাস চীনে মহামারি আকার ধারণ করলেও বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভার সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান।
এনামুর রহমান বলেন, ‘দেশবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস যেন দেশে না ছড়ায়, তার প্রয়োজনীয় ব্যবস্থা সরকার নিয়েছে।