kalerkantho

শনিবার । ৯ ফাল্গুন ১৪২৬ । ২২ ফেব্রুয়ারি ২০২০। ২৭ জমাদিউস সানি ১৪৪১

সুলতান পদক পেলেন ফরিদা জামান

নড়াইল প্রতিনিধি    

২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুলতান পদক দেওয়ার মধ্য দিয়ে নড়াইলের সুলতান মঞ্চে শুরু হওয়া ১২ দিনের মেলা শেষ হয়েছে গতকাল সোমবার। এ বছর সুলতান পদক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক চিত্রশিল্পী ড. ফরিদা জামান। গতকাল মেলার সমাপনী দিনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য শিল্পীর হাতে এ পদক তুলে দেন। এ ছাড়া চিত্রশিল্পী মাহফুজা বিউটি, ইলিয়াস হোসেন, নবরাজ রায়, শারমিলা কাদের এবং ভারতের শিল্পী শ্যামলী কর্মকার, সুপ্তি রায়, রুপালি রায়সহ সাতজন শিল্পীকে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। জিম্বাবুয়ের চিত্রশিল্পী হাজভিনাই ব্রিজেট মুতাসা পান বিশেষ সুলতান সম্মাননা।  সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ  জসিম উদ্দিন পিপিএম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রবিউল ইসলাম, সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ। মেলায় জেলা ও জেলার বাইরের প্রায় ৫০টি সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। এ ছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বাংলাদেশ, আমেরিকা, জিম্বাবুয়ে, ভারতসহ মোট ১১টি দেশের ১৫০টি চিত্রকর্ম মেলায় প্রদর্শিত হয়।

মন্তব্যসাতদিনের সেরা