kalerkantho

বুধবার । ১৩ ফাল্গুন ১৪২৬ । ২৬ ফেব্রুয়ারি ২০২০। ১ রজব জমাদিউস সানি ১৪৪১

সংক্ষিপ্ত

‘রামপাল প্রকল্প বৈশ্বিক আন্দোলনে রূপ নিয়েছে’

নাটোর প্রতিনিধি   

২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘সুন্দরবনের রামপাল বিদ্যুৎ প্রকল্প আন্দোলন আজ বৈশ্বিক আন্দোলনে রূপ নিয়েছে। সুন্দরবন বিগত দিনে ঘটে যাওয়া অনেক প্রাকৃতিক দুর্যোগে আমাদের বড় ধরনের ক্ষতির হাত রক্ষা করেছে।’ গত শুক্রবার সন্ধ্যায় নাটোর শহরের ভিক্টোরিয়া লাইব্রেরি মিলনায়তনে সংগঠনটির নাটোর জেলা কমিটি আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। ‘সুন্দরবনের রামপাল ও রূপপুরের বিদ্যুৎকেন্দ্র জনস্বার্থ রক্ষা করবে কি?’ শীর্ষক এই সভায় তিনি বলেন, ‘রূপপুর পারমাণবিক প্রকল্প বাংলাদেশের অনেক ক্ষতি করবে।’ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাদলের সভাপতিত্বে এবং দেবাশীষ কুমারের সঞ্চালনায় সভায় সাহিত্যিক জাকির তালুকদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা চন্দন সিদ্ধান্ত, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি আনছার আলী দুলাল প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্যসাতদিনের সেরা