ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার বাবার বিরুদ্ধে। গতকাল কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম খাতুন (৬) চাপালী গ্রামের গ্যারেজ মালিক হযরত আলীর মেয়ে। পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন আগে গাড়ির টায়ার ফেটে অভিযুক্ত হযরত আলী আঘাতপ্রাপ্ত হন।