kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

এবার দুর্নীতির মামলায় বাবুল চিশতিকে গ্রেপ্তার দেখানো হলো

নিজস্ব প্রতিবেদক   

২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফারমার্স ব্যাংক থেকে (বর্তমানে পদ্মা ব্যাংক) জালিয়াতির মাধ্যমে ১১৪ কোটি ৩৪ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ বাবুল চিশতিকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। বাবুল চিশতি আরো কয়েকটি মামলায় কারাগারে আছেন।

গত বছর ১৭ অক্টোবর দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে বাবুল চিশতিসহ আটজনকে আসামি করে মামলা করেন দুদকের উপপরিচালক সামছুল আলম। মামলার অপর আসামিরা হলেন বাবুল চিশতির ভাই মাজেদুল হক (শামীম চিশতি), ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম এম শামীম, শাবাবা অ্যাপারেলসের মালিক মো. আবদুল ওয়াদুদ ওরফে কামরুল, এডিএম ডাইং অ্যান্ড ওয়াশিংয়ের মালিক রাশেদ আলী, তনুজ করপোরেশনের মালিক মো. মেফতাহ ফেরদৌস, মোহাম্মদ আলী ট্রান্সপোর্টের মালিক মো. গোলাম সারোয়ার ও ক্যানাম প্রডাক্টসের মালিক ইসমাইল হাওলাদার।

মন্তব্য