kalerkantho

শনিবার । ২১ চৈত্র ১৪২৬। ৪ এপ্রিল ২০২০। ৯ শাবান ১৪৪১

ওবায়দুল কাদের বললেন

আওয়ামী লীগ ইভিএমের পক্ষে

নিজস্ব প্রতিবেদক   

২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআওয়ামী লীগ ইভিএমের পক্ষে

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ইভিএমের পক্ষে রয়েছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা ইভিএমের পক্ষে। আমরা ডিজিটাল বাংলাদেশ চাই।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেল মিলনায়তনে আশুগঞ্জ নদীবন্দরের উন্নয়ন ও সরাইল-আশুগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন এক দফা পেছানোর পর আর পেছানোর কোনো সুযোগ নেই। পুনরায় পেছালে নির্বাচন নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হতে পারে। ইভিএম এই নির্বাচনে কতটা ব্যবহার হবে, না হবে, সেটি পুরোপুরি নির্বাচন কমিশনের এখতিয়ার।’ তিনি বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ চাই। এখন আর অ্যানালগে থাকার সময় নেই। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে।’

মন্তব্যসাতদিনের সেরা