kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

ইসির বিধিবিধান বিএনপির পক্ষে যায় : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   

২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ঢাকা সিটি করপোরেশন ভোটে নির্বাচন কমিশনের বিধিবিধান বিএনপির জন্য লাভজনক, কারণ আমাদের দেশে মন্ত্রী বা এমপিরা প্রচারে অংশ নিতে পারেন না। গতকাল মঙ্গলবার বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলম খসরুর নেতৃত্বে কমিটির নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তথ্যসচিব কামরুন নাহার এ সময় উপস্থিত ছিলেন।

সিটি করপোরেশন নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ আছে কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনে তো লেভেল প্লেয়িং ফিল্ড আছেই এবং সেটি বিএনপির পক্ষে। কারণ, পার্শ্ববর্তী দেশ ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, যেখানে ভোটার সবচেয়ে বেশি। সেই দেশে মন্ত্রীরা সরকারি প্রটোকল বাদ দিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন। যে পর্যায়েরই মন্ত্রী হোক না কেন, সংসদ সদস্যরা তো পারেনই। আমাদের দেশে আমরা পারছি না। এটি বরং বিএনপিকে সুবিধাজনক অবস্থান দিয়েছে সুতরাং প্লেয়িং ফিল্ডটা তাদের পক্ষে।’

মন্তব্য