kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দম্পতি দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বাড়িতে গ্যাস বিস্ফোরণে শরীফ ও ফরিদা নামের এক দম্পতি দগ্ধ হয়েছেন। দুজনের মধ্যে ফরিদার অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে। গতকাল ভোরে ফতুল্লার কাইয়ূমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ হওয়া শরীফ কাইয়ূমপুর এলাকার একটি গার্মেন্টে কাজ করেন।

স্থানীয়রা জানায়, ঘরের গ্যাসের পাইপে লিকেজ ছিল। বাড়ির ম্যানেজারকে ভাড়াটিয়ারা তা জানালেও তিনি বিষয়টি বাড়ির মালিক মুফতি নজরুল ইসলামকে জানাননি। গতকাল ভোরের দিকে বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের লোকজন আহত দম্পতিকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা