বস্ত্র খাতের উন্নয়ন, উৎকর্ষতা সাধন ও রপ্তানি বৃদ্ধিকে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৯টি অ্যাসোসিয়েশন/প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আগামীকাল ৯ জানুয়ারি ‘জাতীয় বস্ত্র দিবস-২০১৯’-এর মূল অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া গতকাল মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র দিবস উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি জানান, বস্ত্র দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ঢাকায় মূল অনুষ্ঠান এবং ৯ থেকে ১১ জানুয়ারি তিন দিনব্যাপী বহুমুখী বস্ত্র মেলার আয়োজন করা হয়েছে।