kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

নূরের গাড়িবহরে হামলায় নিহতদের স্মরণ

নীলফামারী প্রতিনিধি   

১৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনীলফামারীতে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও চার আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা ঘটনার ছয় বছর পূর্তিতে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করে।

এর আগে নেতাকর্মীরা নিহত চার নেতাকর্মীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও তাঁদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি একরামুল হক শাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মন্তব্যসাতদিনের সেরা