kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চীনা শ্রমিকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি   

৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশাবাড়িয়া গ্রামে নির্মাণাধীন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কোল ইয়ার্ড থেকে পড়ে এক চীনা শ্রমিক মারা গেছেন। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃত কিন গুইলিন (৪০) তাপবিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কাজে নিয়োজিত চীনা প্রতিষ্ঠান নর্থ ইস্ট ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কম্পানি লিমিটেডের (এনইপিসি) অধীনে শ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি চীনের জিয়াংজুতে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো ও কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আশাদুর রহমান জানান, গতকাল কিন গুইলিন কোল ইয়ার্ডের উপরে উঠে কাজ করছিলেন। নিরাপত্তা বেল্ট লাগানোর সময় তিনি প্রায় ৮০ ফুট উপর থেকে নিচে পড়ে যান। দ্রুত পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

মন্তব্যসাতদিনের সেরা